
কালকিনিতে বরিশাল খাল পরিচ্ছন্ন করার পর পানি প্রবাহ শুরু
দখল-দূষণে অস্তিত্ব হারিয়ে যাওয়া মাদারীপুরের কালকিনি উপজেলার বরিশাল খালটি উদ্ধারে নেমেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসনের দিকনির্দেশনায় পৌর এলাকার গোপালপুর থেকে ওই খালটি পুনরুদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হোসাইন শেখ ও পৌরসভার সার্ভেয়ার শাহীন শিকদার প্রমুখ। এদিকে ওই খালটি পরিষ্কার-পরিচ্ছন্নতার পরে পানি প্রবাহ শুরু করেছে। এতে করে ওই এলাকার কৃষকদের মাঝে আনন্দ বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার প্রায় ৪ কিলোমিটার বরিশাল খাল। এই খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, দখল আর দূষণে বন্ধ হয়ে যায় খালের পানি প্রবাহ। ময়লা-আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ। বেড়েছে মশা-মাছির উপদ্রব। এতে করে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। এদিকে খালপাড়ে রয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। তাই এই খালটির কালকিনি উপজেলার অংশ পুনরুদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে নেমেছেন উপজেলা প্রশাসন।
জব্বার, জলিল ও খলিলসহ বেশ কয়েকজন কৃষক বলেন, আমাদের এ খালে এতদিন পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় কৃষি কাজ করতে অনেক সমস্যা হতো।