ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ছয় সন্তানের জনক বৃদ্ধ এখন ফুটপাতের বাসিন্দা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:৫৫, ১১ মার্চ ২০২৫

ছয় সন্তানের জনক বৃদ্ধ এখন ফুটপাতের বাসিন্দা

আব্দুল খালেক হাওলাদার

ছয় সন্তানের জনক আব্দুল খালেক হাওলাদারের (৯০) নিজের বাড়ি থাকা সত্ত্বেও সন্তানদের অবহেলায় তার আশ্রয় হয়েছে বরিশাল নগরীর ফুটপাতে।
স্ত্রী মারা যাওয়ার পর নিজের বাড়িতেও ঠাঁই মেলেনি এ বৃদ্ধের। ফলে কোথাও ঠাঁই না পেয়ে ফুটপাতে বসবাস করে আসছিলেন আব্দুল খালেক। কেউ কিছু দিলে খেয়ে, না দিলে তার অনাহারেই দিন কাটত।

নগরীর বাসিন্দা মোতালেব মিয়া রবিবার রাতে জানান, ওই বৃদ্ধ তার অসহায়ত্বের কথা কাউকে বলতে পারছিলেন না। তার সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় সন্তানের জনক আব্দুল খালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার বাসিন্দা। সম্প্রতি তার স্ত্রীর মৃত্যুর পর সন্তানদের অবহেলায় নিজের বাড়িতে তার ঠাঁই মেলেনি। ফলে বাধ্য হয়েই তিনি নগরীর ফুটপাতে বসবাস করে আসছিলেন। পুরো বিষয়টি জানার পর জেলা সমাজসেবা অফিসারকে অবহিত করা হয়েছে। খালেক হাওলাদার বলেন, বৃদ্ধ বয়সে আমার কোথাও ঠাঁই হয়নি, তাই বাধ্য হয়ে ফুটপাতে থাকি।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, অসহায় বৃদ্ধের সন্তানরা তার দেখভালের দায়িত্ব না নেওয়ায় মানবেতর জীবনযাপন করছিলেন।

×