
ছবি: সংগৃহীত
জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে ধর্ষণ মামলার আসামিপক্ষে ওকালতি করায় আইনজীবীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আইনজীবীদের তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়, যেখানে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতে একটি ধর্ষণ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষের আইনজীবীরা মামলাটি মিথ্যা প্রমাণের চেষ্টা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন। শুনানি শেষে তারা আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম তরফদারকে জেরা করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল শিক্ষার্থীদের শান্ত করতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আইনজীবী ও শিক্ষার্থীসহ অন্তত ১১ জন আহত হন। আহতদের মধ্যে অ্যাডভোকেট খলিলুর রহমান (৮০), অ্যাডভোকেট আব্দুল আওয়াল (৫৫), অ্যাডভোকেট ওমর ফারুক (৪৭), অ্যাডভোকেট নজরুল ইসলাম তরফদার (৫৫), আইনজীবী সহকারী রুকনুজ্জামান (৪০) এবং শিক্ষার্থী ইমন (২০), ইশান (১৫), মোয়াজ (১৯), তারেক (২৩), শিশির (১৮) ও হৃদয় (২৩) রয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রনেতাদের অভিযোগ, ধর্ষকের পক্ষে সাফাই গাওয়ার জন্য আইনজীবীরা ন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং জন্মনিবন্ধন জালিয়াতির মাধ্যমে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মাহমুদুল হাসান বিবেক বলেন, "এক প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা মিথ্যা তথ্য দিয়ে আসামিকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান নিলে কিছু আইনজীবী আমাদের ওপর হামলা চালান। হামলাকারী আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাদের নিবন্ধন বাতিলের দাবি জানাই।"
অন্যদিকে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু বলেন, "আদালত চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতকারী লাঠিসোঁটা নিয়ে আইনজীবীদের ওপর হামলা চালায় এবং চারজন আইনজীবীকে আহত করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি।"
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াহিয়া আল মামুন জানান, "ছাত্র ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
ভিডিও দেখুন: https://youtu.be/etKivZvTUPc?si=8N6lBD8W7Tqminn7
এম.কে.