ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সাটুরিয়ায় ছাত্রদলের মানববন্ধন 

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ০০:১৯, ১১ মার্চ ২০২৫; আপডেট: ০০:২৭, ১১ মার্চ ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সাটুরিয়ায় ছাত্রদলের মানববন্ধন 

মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ,অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‌

সোমবার (১০ মার্চ) উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব উজ্জ্বল হোসেন,সাবেক আহ্বায়ক সদস্য সাকিবুল ইসলাম, সাবেক আহ্বায়ক সদস্য সোহান তালুকদার, দরগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রনি হোসেন ,কলেজ শাখা ছাত্রদল নেতা রাকিব , ইমনসহ আরো অনেকেই।

এ সময় বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

শহীদ

×