ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ধর্ষক গাড়িচালক পলাশ গ্রেপ্তার

এবার কূটনৈতিক এলাকা বারিধারায় ১০ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৫, ১০ মার্চ ২০২৫

এবার কূটনৈতিক এলাকা বারিধারায় ১০ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণ

দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে

দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের পর প্রতিবাদের ঝড় ওঠে সারাদেশে। এর পরও থামছে না ধর্ষণের ঘটনা। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় এবার কূটনৈতিক এলাকা রাজধানীর  গুলশানের বারিধারায় মাদ্রাসা ছাত্রী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় অভিযুক্ত গাড়িচালক সজল হোসেন পলাশকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এর আগে গত রবিবার  বেলা ১১টার দিকে গুলশান বারিধারা কূটনৈতিক জোনে একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন বলেন, শিশুটি তার মায়ের সঙ্গে গুলশান বারিধারা ডিপ্লোম্যাটির জোনের একটি বাসায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। তার বাবা মারা গেছেন। মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকত, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকত সজল নামে ওই অভিযুক্ত ব্যক্তি।

সেখান থেকে তাদের মধ্যে পরিচয়। সেই পরিচয় সূত্রে এখনো মাঝেমধ্যে তাদের নতুন বাসায় আসা-যাওয়া করত সজল। এসআই আরও বলেন, রবিবার সকালে মেয়েটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এ সময় সজল বাসায় আসে এবং শিশুটিকে ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে শিশুটির মা বাসায় এলে মাকে সবকিছু খুলে বলে। এরপর থানায় গিয়ে মামলা (নম্বর-১৬) দায়ের করেন শিশুটির মা। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করা হয়। আর শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল ওসিসিতে ভর্তি করা হয়েছে।
মিরপুরে শিশু ধর্ষণে গ্রেপ্তার ১  ॥  রাজধানীর মিরপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি কুদ্দুছ মেকারকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে মিরপুর শাহআলী বাগ এলাকার ভাড়া বাসায় থাকত। গত বছরের ২৩ ডিসেম্বর শিশুটি বাসায় একা ছিল। এমন সময় লুকিয়ে ওই বাসায় ঢুকে গ্রেপ্তার কুদ্দুস মেকার শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তী সময়ে হুমকি ও ভয় দেখিয়ে শিশুটিকে দ্বিতীয়বার ধর্ষণ করে কুদ্দুস মেকার। ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুটির খালা বাদী হয়ে কুদ্দুস মেকার ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এএসপি খান আসিফ তপু আরও বলেন, র‌্যাব-২ এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

×