ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আদর্শ বাউফল গঠনে কলমযোদ্ধাদের সাথে নিয়ে লড়াই করবো

নিজস্ব সংবাদদাতা, বাউফল

প্রকাশিত: ২৩:৩৩, ১০ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৩৫, ১০ মার্চ ২০২৫

আদর্শ বাউফল গঠনে কলমযোদ্ধাদের সাথে নিয়ে লড়াই করবো

ছবি: সংগৃহীত

আদর্শ বাউফল গঠনে আপনাদের মতো কলম যোদ্ধাদের সাথে নিয়ে আমিও লড়াই করব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ। 

আজ সোমবার (১০ মার্চ) বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আদর্শ বাউফল গঠনে কলম যোদ্ধাদের বিকল্প নেই। তিনি আরও বলেন, আমার দুঃসময়ে সাংবাদিকরা নানাভাবে সাপোর্ট দিয়েছেন। কেউ কেউ তাদের বাসায় আশ্রয় দিয়েছেন। এ কারণে আমি বাউফলের সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাদের বাউফলের সেবায় কবুল করুক। আমীন। 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে আমার বিরুদ্ধে ব্যাপক মামলা, জেল জুলুম থাকলেও আমি প্রাণের টানে বাউফলে ছুটে এসেছি। আমি বাউফলের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও থাকতে চাই। এখনও আমি বাউফলবাসীর খেদমতে নিয়োজিত আছি। 

এসময় সাবেক কেন্দ্রীয় শিবিরের দুই দফার এই সভাপতি বলেন, একটি জাতি তখনই মাথা উচু করে দাড়াতে পারে, যখন তারা লেখাপড়ায় এগিয়ে থাকে। সেক্ষেত্রে কলমযোদ্ধাদের নিয়মিত পড়াশুনা করতে হয়। তাই আমি বাউফল প্রেসক্লাবে একটি লাইব্রেরি করে দিতে চাই। একই সাথে তিনি বাউফল প্রেসক্লাবের প্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের ঘোষণা দেন।   

বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু বলেন, সৎ ও প্রকৃত যোগ্য এবং ধর্মভীরু প্রার্থীকেই আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত। কারণ ওই জনপ্রতিনিধি ইহকালে ভালো কাজ না করলে তাকে ভোট দেয়ার জন্য পরকালে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। তাই আমাদের উচিৎ ভালো মানুষকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করা। সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। বক্তব্য রাখেন সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আসাদুজ্জামান সোহাগ, জিতেন্দ্রনাথ রায় ও বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া প্রমুখ। এসময়  শিবিরের সাবেক নেতা মোঃ নজরুল ইসলামসহ জামায়েত ও সহযোগি সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় যোগদান করেন। 

এর আগে সকাল ১১ টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখে। 

এ সময় তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমার পিঠে শিক্ষকের আঘাত ছিলো বলে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার পিঠে আঘাত আছে বলে আমি আজ আঘাতের মূল্য বুঝি। আপনার সন্তান যদি আজকে ব্যথার মূল্য না বুঝে সে ভবিষ্যতে মানুষের ব্যথার মূল্য বুঝবে না। তনি বলেন, পৃথিবীতে এখন বলা হয় না নলেজ ইজ পাওয়ার। এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। এটা সময়ের স্রোতের পরিবর্তন হয়ে গেছে। এখন বলা হয় টেকনোলজি ইজ পাওয়ার। সেটিও এখন নাই। এখন বলা হয় টলারেন্স ইজ দা পাওয়ার। অর্থাৎ যার সহ্য ক্ষমতা যত বেশি সে পৃথিবীতে তত বেশি শক্তিশালী। যার সহ্য ক্ষমতা বেশি সে পৃথিবী পরিচালনায় তত দক্ষ।

আসিফ

×