ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি উত্তাল

পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি।

প্রকাশিত: ২৩:৩১, ১০ মার্চ ২০২৫

সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি উত্তাল

"ধর্ষকদে বিরুদ্ধে, ঐক্য গড়ো একসাথে, বাংলাদেশে আইন চাই, ধর্ষকদের ফাঁসি চাই" এই স্লোগানে সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ও সর্বস্তরের ছাত্রজনতা।


সোমবার (১০মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরস্থ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে একই দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী বিক্ষোভ-সমাবেশ করেছে জাতীয়তাবাদী জেলা মহিলা দল এবং খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার ছাত্রদল। 


সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা মহিলা দল একটি প্রতিবাদী মিছিল বের হয়। বিশাল প্রতিবাদী মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারন সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমাসহ জেলা মহিলাদল ও বিভিন্ন উপজেলা, পৌর শাখার মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা শিশু ও নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে। 


অপরদিকে একই দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে খাগড়াছড়ি গেইট এলাকায় প্রতিবাদী মানববন্ধনে জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।

রিফাত

×