
ধর্ষকদের মৃত্যুদণ্ড ও নারীদের নিরাপত্তার দাবিতে সোমবার ঢাবি শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী র্যালি করেন
দেশে চলমান নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষার্থী, জাতীয়তাবাদী ছাত্রদল, মহিলা দল এবং বিভিন্ন সংগঠন। সমাবেশে বিক্ষোভকারীরা ধর্ষকদের প্রকাশ্য শাস্তির দাবি করেন। এছাড়া ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচি পালন করেছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার।
৩০ দিনের মধ্যেই ধর্ষকের বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে ফের বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে বিচার কর’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষককে ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে এ সময় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তাল বরিশাল ॥ সারাদেশে চলমান ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা ও ন্যায় বিচারসহ সকল ধর্ষকের মৃত্যুদ-ের আওতায় আনার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে ফের উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরী।
সোমবার বেলা এগারোটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ববির গ্রাউন্ডফ্লোরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহবান করা হয়। সমাবেশে শিক্ষার্থী মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার।
ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে ॥ কুমিল্লার মেঘনা উপজেলায় আপন মামার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ভাগ্নিকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত জনি হোসেন (৪০) চন্দনপুর ইউনিয়নের সাতানী গ্রামের মৃত আব্বাস মিয়ার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা প্রবাসে থাকার সুবাদে সে নানাবাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। আর সে সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত জনি হোসেন গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা এবং ১৭ ফেব্রুয়ারি রাত ১০টায় তার ভাগ্নিকে একাধিকবার ধর্ষণ করেন।
পরে গত বুধবার (৫ মার্চ) সুমা আক্তার নামে ভুক্তভোগীর এক আত্মীয় অভিযুক্ত জনি হোসেনের বিরুদ্ধে মেঘনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। জনি হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল জলিল।
একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার পর থেকেই অভিযুক্ত জনি হোসেন পলাতক। সোমবার বিষয়টি ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন,এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে ছাত্রদলের মানববন্ধন ॥ সারাদেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। সোমবার সকালে সাভার সরকারি কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুরে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ॥ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগ সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
সভায় বক্তারা সারাদেশে ধর্ষণ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন । এছাড়া নারী নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মাদারীপুরে মানববন্ধন ও সমাবেশ ॥ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মাদারীপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সোমবার বিকেলে শহরের শকুনি লেকেরপাড় শহীদ কানন চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ফাঁসি বাস্তবায়নের পাশাপাশি, ধর্ষণের বিরুদ্ধে জোড়ালো আইন বাস্তবায়ন এবং নারীদের বিরুদ্ধে উস্কানিমূলক যে কোনো বক্তব্যের নিন্দা জানিয়ে কঠোর আইন প্রণয়ন ও দোষীদের শাস্তির দাবি করেন।
মুন্সীগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ॥ সর্বস্তরের জনগণের ব্যানারে সারাদেশে আটককৃত ধর্ষকের সর্বোচ্চ বিচারে সাত দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা জজকোর্ট প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যশোরে মহিলা দলের মানববন্ধন ॥ সারাদেশে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা মহিলা দল। সোমবার প্রেস ক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ, নারী নির্যাতন দেশে নতুন কোনো ঘটনা নয়। বিগত সময়ে এটি প্রকট আকার ধারণ ও ব্যাপকতা লাভ করে।
নওগাঁয় প্রশাসনকে শিক্ষার্থীদের লাল কার্ড ॥ সারাদেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
লক্ষ্মীপুরে ধর্ষকদের মৃত্যুদ-ের দাবিতে বিক্ষোভ ॥ মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ সারাদেশের সব ধর্ষকের মৃত্যুদ-ের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা মহিলা দলের উদ্যোগে সোমবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে জেলা মহিলা দলের নেতাকর্মীরা।
ঝিনাইদহে ধর্ষণবিরোধী মানববন্ধন ॥ দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ধর্ষণবিরোধী লিফলেট, ব্যনার ও ফেস্টুন নিয়ে ছাত্রদলের জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ॥ ‘চলো যাই যুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, আমার সোনার বাংলায় ধর্ষকের স্থান নাই’ এমন নানা স্লোগানে প্রকম্পিত করে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বগুড়ার শিক্ষার্থীরা। সোমবার বগুড়ায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সাধারণন শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ ও সমাবেশ থেকে নারীসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হয়।
বাগেরহাটে মানববন্ধন ॥ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাগেরহাটের সাধারণ শিক্ষার্থী ও জেলা ছাত্রদল। সোমবার দুপুরে সকল সাধারণ শিক্ষার্থী ও বাগেরহাট জেলা ছাত্রদলের আয়োজনে খানজাহান আলী ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে মোরেলগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের মূল ফটকের সড়কে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার ব্যানারে এ মানববন্ধনে শতাধিক কলেজ শিক্ষার্থী অংশ নেয়।
নাটোরে ছাত্রদলের মানববন্ধন ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ধর্ষণ, নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ ॥ ধর্ষণের শিকার মাগুরার শিশুসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়।
এ সময় ছাত্র-জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন।
নড়াইল ছাত্রদলের প্রতিবাদ ॥ নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে নড়াইল জেলা ছাত্রদল। সোমবার দুপুর ১২ টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে ছাত্রদল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নলছিটিতে মানববন্ধন ॥ সারাদেশে ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দুইটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ঝালকাঠির সরকারি নলছিটি ডিগ্রি কলেজের ইসলামী ছাত্র আন্দোলন শাখা।
গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ॥ মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাংলা বাজারে গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। পরে মিছিলটি ক্যাম্পাস চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
মৌলভীবাজার কলেজ ছাত্রদের বিক্ষোভ ॥ সারাদেশে অব্যাহত নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্ররা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সোমবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্ররা অব্যাহত নারী নির্যাতন, খুন-ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
বেলকুচিতে ছাত্রদলের মানববন্ধন ॥ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে উপজেলার কড়িতলা মোড়ে বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়।
জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ সারাদেশের ন্যায় জয়পুরহাটেও ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে তারা ফাঁসির মুক্ত মঞ্চ নির্মাণ করে সেখানে ধর্ষকের প্রতীকী ফাঁসির রায় কার্যকর করে। একই দাবিতে পাঁচবিবি উপজেলাতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাটুরিয়ায় ছাত্রদলের মানববন্ধন ॥ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়।
কুড়িগ্রামে ধর্ষণের প্রতিবাদে সমাবেশ ॥ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। পরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ করে তারা। সমাবেশে নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানান তারা।
নীলফামারীতে ছাত্রদলের মানববন্ধন ॥ দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানান।
খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল ॥ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে আন্দোলনকারীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কার্যকর করার আহ্বান জানান। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে খুলনা নগরীর খালিশপুরস্থ সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের প্রধান ফটকের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কলেজ ছাত্রদল এই মানববন্ধন কর্মসূচির পালন করে।
সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ ॥ সারাদেশে খুন, ধর্ষণ, হত্যা,অপহরণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এ মানববন্ধন হয়।
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ চাঁপাইনবাবগঞ্জে ‘বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই’ স্লোগানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে শিক্ষার্থীরা। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিলিত হন শিক্ষার্থীরা।