ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সাজেক যাওয়ার পথে  ৮ পর্যটককে অপহরণ, নারীসহ গ্রেফতার ৪

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ২৩:১১, ১০ মার্চ ২০২৫

সাজেক যাওয়ার পথে  ৮ পর্যটককে অপহরণ, নারীসহ গ্রেফতার ৪

গ্রেফতারকৃত অপহরণকারী

সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ির দীঘিনালায় ৮ পর্যটককে অপহরণ করে ৭ লাখ ২০ হাজার টাকা আদায়ের ঘটনায় পুলিশের অভিযানে নারীসহ চার অপহরণকারী গ্রেফতার হয়েছে।

রবিবার রাতে দীঘিনালার উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকারিয়া জানান,‘ গত ৩রা মার্চ রাজশাহী থেকে বেড়াতে আসা ৮ পর্যটক সাজেক যাওয়ার পথে দীঘিনালার নয় মাইল এলাকা থেকে ৮ পর্যটককে অপহরণ করা হয়। এসময় তাদের সারা রাত আটকে রেখে বিশ লক্ষ টাকা মুক্তিপণ চায়। পরে বিভিন্ন বিকাশ একাউন্টে ৬ লক্ষ ৫০ হাজার টাকা এবং নগদ ৭০ হাজার টাকাসহ মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে পরের দিন দুপুর ১২টার দিকে ছেড়ে দেয়। 

এ সময়  অপহরণকারীরা প্রত্যেক পর্যটকের কাছ জোর পূর্বক ১০০ টাকার ৭টি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ও  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ময়মনসিংহ শাখার বাদীর নামের হিসেবের ফাঁকা চেকে  স্বাক্ষরসহ ১টি ফাঁকা চেকের পাতা নিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে  তাদেরকে একই দিন বিকাল ৫টার দিকে ছেড়ে দেয়। অপহরণ চক্রে কয়েকজন পাহাড়িও ছিল বলে জানিয়ে ওসি জাকারিয়া।

অপহারণের শিকার ও বাদী পর্যটক মোঃ খলিলুর রহমান জানান, পুলিশ অভিযান চালিয়ে বেলাল , আজিবুর রহমান, সহিদুল , সুফিয়া বেগমকে বিভিন্ন জায়গায় থেকে  একটি দেশীয় দা সহ আটক করে। এই ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা অপহরণের দায় প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

শহীদ

×