ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

৩২ মামলার দুধর্ষ ডাকাত সর্দার কালু গ্রেপ্তার

রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশিত: ২৩:০০, ১০ মার্চ ২০২৫

৩২ মামলার দুধর্ষ ডাকাত সর্দার কালু গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার কালু

রাজবাড়ীতে খুন, ডাকাতি, চুরি, অস্ত্র, চুরি, চোরাচালান সহ ৩২ মামলার আসামী কালু হাওলাদার (৩৮) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। কালু হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটকচর (উত্তর কাওয়াকুড়ি) গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।

রবিবার (১০মার্চ) বিকেল সাড়ে ৫টার সময় মাদারীপুর জেলার সদর থানার সূর্যমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখ, এসআই মোঃ শামীম হাসান, এসআই ওয়াহিদুজ্জামান, এসআই শামিম হাজরা, এসআই আনিসুজ্জামান, রাজবাড়ী থানার এসআই শামসুজ্জোহা, এসআই সৌরভ ও সঙ্গীয় ফোর্স মাদারীপুর জেলার কালকিনি ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় মাদারীপুর জেলা সদরের সূর্যমনি এলাকা ডাকাত সরদার কালু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২২ টি ডাকাতি, অস্ত্র, হত্যা, চুরি, চোরাচালান, অন্যান্য ধারার ৩২টি মামলা রয়েছে।

তিনি বলেন, গত ২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে জঙ্গল গ্রামের বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়ীতে রাত দেড় টার দিকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে। তারা বিদ্যুৎ ঘোষের বিল্ডিংয়ের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে। বিদ্যুৎ ঘোষকে মারধর করে চোঁখ-মুখ বেধে রাখে।

তার ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ৫ভরি ওজনের স্বর্ণের চেইন, আংটি, কানের দুল, হাড় ও বিপুল ঘোষের ছেলেকে জিম্মি করে ঘরে ঢুকে নগদ আড়াই লক্ষ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার সহ অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় গত বছরের ২৬ নভেম্বর মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তেপ্রাপ্তে আসামী। তাকে সোমবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

শহীদ

×