
ছবিঃ সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতিকালে পুলিশের হাতে আটক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদার (৩৯) ও নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে (৩৭) আজ সোমবার (১০ মার্চ) দুপুরে বহিষ্কার করা হয়েছে। কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় টি নিশ্চিত করেছেন।
রবিবার দিবাগত মধ্যরাতে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়িতে ডাকাতিকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এ দুজন’কে গ্রেপ্তার করে। আটক মাকসুদের বাড়ি নীলগঞ্জ ও মনিরের বাড়ি সুলতানগঞ্জ গ্রামে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রাত একটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের ডাকাতদল সরকার বাড়িতে ঢোকে। ওই বাড়িতে অন্তত ৭ টি বসতঘর রয়েছে। এক পর্যায়ে দুই জনের একটি দল পলাশ ও দুলাল সরকারের ঘরে প্রবেশ করে তাদের মারধর করে প্রায় ৫৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অপরদিকে স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ ও মনির দরজা ভেঙে নীল কান্তি সরকারের ঘরের ভেতরে ঢুকে।
এসময় পাশের ঘরের লোকজন দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে তাদের দুজনকে পাকড়াও করে। এসময় বাকিরা পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, "মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি-ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে । আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
ইমরান