
গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বকেয়া বেতন ভাতাসহ বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় চন্দ্রা স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় তারা চন্দ্রা-নবীনগর সড়ক প্রায় পৌণে তিন ঘন্টা অবরোধ করে রাখে। সোমবার কালিায়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকার চন্দ্রা স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা পাওনা রয়েছে। গত কয়েকদিন ধরে শ্রমিকরা তাদেও পাওনাদি পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
সোমবার সকাল হতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে দুই মাসের বকেয়া বেতন ভাতাসহ বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে তারা চন্দ্রা-নবীনগর সড়কের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।
কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জোবায়ের জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে শিল্প ও থানা পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে প্রায় পৌণে তিনঘন্টা পর বিকেল সোয়া ৫টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়।
আফরোজা