ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রামে আতুরার ডিপো এলাকায় আগুনে পুড়ে শেষ দুই শতাধিক দোকান

প্রকাশিত: ০৩:২০, ১০ মার্চ ২০২৫

চট্টগ্রামে আতুরার ডিপো এলাকায় আগুনে পুড়ে শেষ দুই শতাধিক দোকান

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপো এলাকায় লাগা আগুনে পুড়ে শেষ দুই শতাধিক দোকান, আড়ত ও গুদাম। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন এখানকার ব্যবসায়ীরা। 

রবিবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে লাগা আগুনে পুড়ে যায় এসব ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

আতুড়ার ডিপো এলাকার কলার আড়তের এক কর্মী বলেন, “এখানে কলা, আনারস ও তরমুজসহ বিভিন্ন ধরনের ফলের আড়ত ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখানকার প্রায় শতাধিক ব্যবসায়ী আজকের আগুনে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। কেউ কিছু রক্ষা করতে পারেননি।” 

একজন ব্যবসায়ী বলেন, এখানে জুটের গুদাম, ফল-সবজিসহ বিভিন্ন ধরনের কাঁচা মালের আড়ত এবং বিভিন্ন ধরনের দোকান ছিল। আগুনে দুই শতাধিক দোকান ও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/18P7VNE7GB/

রিফাত

×