
ছবিঃ সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শ্রী রাজিব সরকারপাড়া ক্যানেল এলাকায় শত বছর ধরে রহস্যজনকভাবে পানির সাথে ওঠানামা করা একটি কবর স্থানীয়দের কৌতূহল জাগিয়ে তুলেছে। এটি 'দেবার হাজির কবর' নামে পরিচিত। কথিত আছে, তিনি ছিলেন এক প্রভাবশালী, ধনী ও ধর্মপ্রাণ ব্যক্তি। এলাকাবাসীর কল্যাণে ৮২ একর জমি দান করার পাশাপাশি তিনি পায়ে হেঁটে হজ পালন করেন। দেশে ফিরে মৃত্যুবরণ করলে তাকে এই স্থানেই দাফন করা হয়।
স্থানীয়দের দাবি, ক্যানেল খননের সময় কবরটি সরানোর চেষ্টা করা হলেও কেউ সফল হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পানি বাড়লে কবরটি ভেসে ওঠে আর পানি কমলে ধীরে ধীরে নিচে নেমে যায়। এলাকাবাসীর মতে, কবরটি ঘিরে একাধিক রহস্যময় ঘটনা ঘটেছে। একবার কবর থেকে ইট চুরি করার চেষ্টা করলে অভিযুক্ত দুই ব্যক্তি রহস্যজনকভাবে মারা যান বলে জনশ্রুতি রয়েছে।
স্থানীয় এক ব্যক্তি বলেন, "সাধারণত বৃষ্টি বা জলস্রোতে কবর বিলীন হয়ে যায়, কিন্তু এই কবরটি শত বছর ধরে একই জায়গায় অটল আছে। যখন ক্যানেলের পানি ছেড়ে দেওয়া হয়, তখন এটি অলৌকিকভাবে ভেসে ওঠে।"
আরেকজন জানান, "একটি গাড়ি এই ক্যানেলে আটকে গিয়েছিল এবং কোনোভাবেই এগোতে পারেনি। ড্রাইভার তিন-চার দিন সেখানে আটকা পড়েছিলেন। পরে অনেক চেষ্টার পর গাড়িটি উদ্ধার করা হয়।"
স্থানীয়দের ভাষ্যমতে, এখানে কাজ করতে আসা মাটি কাটার যন্ত্র (ভেকু) ও পাম্প বেশ কয়েকবার বিকল হয়ে গেছে। এমনকি, মাটির গভীরে খোঁড়ার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি।
কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, "কবরটি আল্লাহর কুদরতে সংরক্ষিত রয়েছে বলে অনেকে মনে করেন। আমরা চাই, এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে সরকার সহযোগিতা করুক।"
এই রহস্যময় কবর নিয়ে মানুষের বিশ্বাস ও বিস্ময়ের অন্ত নেই। কেউ এটিকে অলৌকিক কুদরত হিসেবে দেখেন, আবার কেউ রহস্যের ব্যাখ্যা খোঁজার চেষ্টা চালাচ্ছেন। অলৌকিক কিছু থাকুক বা না থাকুক, দেবার হাজীর কবর আজও কৌতূহল জাগানো এক বিস্ময়কর স্থাপনা হয়ে রয়ে গেছে।
ইমরান