
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় ধর্ষণ বিরোধী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মিরপুর চৌমুহনীতে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন- বেনজির আহমেদ শাওন, তোফায়েল আহমেদ, হাফিজুর রহমান শাওন, ফয়সল আহমেদ, খালিদ মোশাররফ, সুজন আহমেদ, এমরান আহমেদ, শাকিব আহমেদ, কাওছার আহমেদ, নয়ন মিয়াসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।
মিছিল ও সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনতা অংশ গ্রহণ করে। সভায় বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আশিক