ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল 

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ০০:৫৯, ১০ মার্চ ২০২৫

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল 

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ মার্চ)  রাত সাড়ে ৯টায় ধর্ষণ বিরোধী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মিরপুর চৌমুহনীতে অনুষ্ঠিত পথসভায়  বক্তব্য রাখেন- বেনজির আহমেদ শাওন, তোফায়েল আহমেদ, হাফিজুর রহমান শাওন, ফয়সল আহমেদ, খালিদ মোশাররফ, সুজন আহমেদ, এমরান আহমেদ,  শাকিব আহমেদ, কাওছার আহমেদ, নয়ন মিয়াসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা। 

মিছিল ও সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনতা অংশ গ্রহণ করে। সভায় বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আশিক

×