ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ফটিকছড়িতে  ভয়াবহ অগ্নিকান্ড, ২৭  দোকান ভষ্মিভুত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ০০:৫১, ১০ মার্চ ২০২৫

ফটিকছড়িতে  ভয়াবহ অগ্নিকান্ড, ২৭  দোকান ভষ্মিভুত

ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মিভুত

উপজেলার ভুজপুর থানার দাঁতমারা শান্তিরহাট বাজারে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ২৭ টি দোকান ও বসতঘর সম্পূর্নরুপে ভষ্মিভুত হয়েছে।

 রবিবার (৯ মার্চ) সংবাদ পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে  ফটিকছড়ি ফায়ার সার্ভিস।

জানা গেছে, উপজেলার শান্তিরহাট বাজার এলাকার  জনৈক জলিল সওদাগরের ভাড়া বাসার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে।  ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তার আগে জালাল সওদাগরের ৪টি, শেখ আহমদের ১৭টি, দেলোয়ারের ২টি এবং আক্কাসের ৪টি সহ ২৭ টি দোকান ও ঘর পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ কোটি টাকা।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শহীদ

×