
.
ঢাকার ধামরাইয়ে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, অতিরিক্ত লোডকৃত কয়লাবাহী ট্রাক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কারও কোনো ক্ষতি না হলেও বন্ধ রয়েছে যান চলাচল। তবে বেইলি ব্রিজটির পশ্চিমপাশে বাঁশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে পথচারীদের।
তবে অতিদ্রুত যান চলাচলে বেইলি ব্রিজের সংস্কারে কাজ করছে বলে জানিয়েছে সওজ কর্মকর্তারা।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম এলাকায় বংশী নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে কয়লা বহনকারী অতিরিক্ত লোডের ট্রাক পারাপারের সময় ধসে যাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই ট্রাক নদী পারাপারের সময় স্টিলের বেইলি ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় কালামপুর-ভালুম-বান্নাখোলা হয়ে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছে হাজারো পথচারী। বর্তমানে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, বর্তমানে ভালুম এলাকায় বংশী নদীর ওপর নির্মিত ব্রিজটি অনেকটাই দুর্বল। তাই কয়লা ভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে।
এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি সংস্কার করে দেব। তবে বেইলি ব্রিজের মালামাল পাওয়া যায় না, তাই একটু বিলম্ব হচ্ছে।