
ছবিঃ বহিস্কৃত বিএনপি নেতা ও বহিস্কারাদেশ
ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির দায়ে বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে এনায়েত হোসেন খাঁনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ রবিবার (৯ফ্রেরুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির আহ্বাবায়ক আবদুল জব্বার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একই কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়।
এ নিয়ে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারিত হয়। যা পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। তিনি বলেন, এর আগেও লুটতরাজের অভিযোগে তাঁকে (এনায়েত) লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা শুনেননি।
ইমরান