ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

নাঙ্গলকোটে বিপর্যস্ত গ্রামীণ সড়ক, উদ্যোগ নেই মেরামতের

নিজস্ব সংবাদদাতা, নাঙ্গলকোট, কুমিল্লা

প্রকাশিত: ২১:০০, ৯ মার্চ ২০২৫

নাঙ্গলকোটে বিপর্যস্ত গ্রামীণ সড়ক, উদ্যোগ নেই মেরামতের

কুমিল্লার নাঙ্গলকোটে গত বছরের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গ্রামীণ সড়ক গুলো মেরামতের উদ্যোগ না নেয়ায় যাতায়াতে উপজেলাবসাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের পাশাপশি অনেক পুল কালভার্ট ধ্বসে পড়ে উপজেলার সর্বত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। স্বরণকালের ভয়াবহ বন্যায় উপজেলার বিভিন্ন সড়কে দীর্ঘদিন পানিতে নিমজ্জিত হয়ে সড়কের কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় যোগাযোগে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে ক্ষতের চিহ্ন। রাস্তা খারাপের কারণে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বয়ষ্ক ও অসুস্থ ব্যক্তি, স্কুল- কলেজগামী শিক্ষার্থী ও শিশু এবং অন্তঃস্বত্তা নারীদের যাতায়াত। 

উপজেলা প্রকৌশল অফিস সূত্র মতে, বন্যায় এ উপজেলায় ৭৫টি সড়কের ১শত ৫০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে অন্তত শত কোটি টাকা।

রুদ্রচুমা  গ্রামের বেলাল হোসেন বলেন, ভয়াবহ বন্যায় গ্রামীণ সড়ক ও পুল কালভার্টের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলো মেরামত না করলে যনবাহন চলাচল ও জনসাধারণের যাতায়াত ব্যাহত হবে। সিএনজিঅটোরিক্সা চালক মনির হোসেন বলেন, উপজেলার গ্রামীণ সড়ক গুলো ভাঙ্গাচুরার কারণে গাড়ী নিয়ে চলাচল করতে অনেক কষ্ট ভোগ করতে হয়।

উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার বলেন, বন্যায় উপজেলার অন্তত ১শত ৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিক পর্যায়ে ক্ষতির পরিমাণ হবে অন্তত শতকোটি টাকা। সড়কগুলোর বর্তমান অবস্থা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ করা হয়েছে। বরাদ্ধ পাওয়া গেলে পর্যায়ক্রমে মেরামতের কাজ করা হবে।

নুসরাত

×