
ছবিঃ উত্তরার মসজিদে কিল-ঘুষিতে সাদপন্হী মুসল্লী গুরুতর আহত
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের কাছে উত্তরার একটি মসজিদে ইমাম সাহেবের সাথে দেখা করে কোলাকুলি করার সময় তাবলীগ জামাতের বিবাদমান এক গ্রুপের কর্মীদের কিল-ঘুষি মারধরের শিকারে সাদপন্হীদের এক সাথী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
সাদপন্হীদের অন্যতম মিডিয়া মুখপাত্র মোহাম্মদ সায়েম জনকণ্ঠকে বলেছেন, শুরায়ে নেজামের জোবায়ের পন্থীরা এ হামলা চালিয়েছে।
আহত সাদপন্হী সাথীর নাম মোঃ আনোয়ারুল কিবরিয়া। ঘটনাটি ঘটেছে উত্তররা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে। নামাজ শেষে মসজিদে মারধরের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।
সাদপন্হী মিডিয়া মুখপাত্র মোহাম্মদ সায়েম হামলার ঘটনার বিবরণ দিয়ে জনকণ্ঠকে বলেন, মসজিদের ইমাম সাহেব মুফতী মোঃ জুনায়েদ কাসেমী (দাঃ) সাথে কোলাকুলিরত অবস্থায় মাওলানা সাদপন্থী সাথী মোঃ আনোয়ারুল কিবরিয়ার উপর অতর্কিত কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে জোবায়ের পন্থীরা। কিবরিয়া মসজিদের ফ্লোরে লুটিয়ে পড়েন।
মোহাম্মদ সায়েম বলেন, "এমনটা খুবই দুঃখজনক ঘটনা! আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি!"
উল্লেখ করা যেতে পারে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্হীদের জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় শুরায়ে নেজামের জোড় ইজতেমা চলাকালে গত ১৮ ডিসেম্বর হামলা সংঘর্ষে উভয়পক্ষে ৪ মুসল্লী নিহত ও শতাধিক আহতের ঘটনায় তাবলীগ জামাতের দুগ্রুপে এখনও ব্যাপক উত্তেজনা অব্যাহত রয়েছে। হামলা মামলা মোকদ্দমায় এক গ্রুপ আরেক গ্রুপকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করছেন।
এদিকে মসজিদের ভেতরে ভাইরাল হওয়া মারধরের ওই ভিডিওতে দেখা যায়, একজন ওই মসজিদের ইমাম সাহেবের সাথে কোলাকুলি করছেন। ইমাম সাহেবের চারদিকে কয়েক মুসল্লী দাড়ানো। এসময় কয়েক মুসল্লীর সাথে থাকা এক মুসল্লী হঠাৎ করে ইমাম সাহেবের সাথে কোলাকুলিরত মুসল্লীকে বুকের সামনে পাঞ্জাবির কলার ধরে মাথায় কিল-ঘুষি মারছেন। ঘুষি খাওয়া মুসল্লী উপর হয়ে মসজিদের ফ্লোরে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন।
ইমরান