
ছবি : জনকণ্ঠ
হালুয়াঘাটে মসজিদে ঢুকে নাগলার ফকির বাড়ির ইসমাইল হোসেন রবিনকে কুপিয়ে জখম করায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নাগলা বাজার পুরাতন বাসষ্ট্যান্ডে মানববন্ধনে অংশ করেছে আমতৈল ইউনিয়নের সব শ্রেণী পেশার মানুষ।
এ সময় বক্তব্য রাখেন নজরুল ইসলাম, লিটন ফকির, জয়নাল অবেদীন ফকির, হফিজ উদ্দিন মাস্টার, ওমর ফারুক ও সুমি প্রমুখ।
মানবন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত বুধবার ইফতারের সময় রাসেল ফকির, রুস্তম সায়েম, আকরাম, দিপু, জুয়েল, আশিক, মোক্তাকিন ও আকবর আলী তার সহযোগীদের নিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে রবিনকে হত্যার উদ্দেশ্যে নাগলা জামে মসজিদে ঢুকে কুপিয়ে জখম করায় আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
নাঈম আহমেদ/মো. মহিউদ্দিন