
ছবিঃ প্রতীকী অর্থে
বগুড়ায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) দুপুর ২টার দিকে শহরের চারমাথা ভবের বাজার এলাকার কল্পনা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া (করোনেশন স্কুল) এলাকার বাসিন্দা মৃত তোফার ছেলে সজল (৫০) ও তার স্ত্রী হোসনেয়ারা (৪৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে ঢাকা-রংপুর মহাসড়ক ধরে যাচ্ছিলেন সজল ও তার স্ত্রী। পথে ভবের বাজার এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি কালো রঙের অজ্ঞাত মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় হোসনেয়ারাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন জানান, "দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিচ্ছে।"
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে।
ইমরান