
সাভারে ইতি খানম নামে এক নারী পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে পৌর এলাকার থানা রোডে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইতি গাজীপুরের কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, এদিন দুপুরে রিক্সা যোগে সাভার মডেল থানার দিকে যাচ্ছিলেন ইতি। এসময় ওই হাসপাতালের পেছনে পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি তার গতিরোধ করে। পরে ওই নারী পুলিশ সদস্যকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় সে। এ ঘটনার পর আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাজিদ