ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

পটিয়ায় আগুনে ২২ জেলে পরিবার নিঃস্ব

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ১৯:৪৫, ৯ মার্চ ২০২৫

পটিয়ায় আগুনে ২২ জেলে পরিবার নিঃস্ব

বৈদুতিক শর্ট সার্কিটের আগুনে চট্টগ্রামের পটিয়ায় পুড়ে ছাই হয়েছে ২২ জেলে পরিবার। রবিবার বেলা আড়াইটার সময় পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  আগুনে নগদ টাকা, স্বর্ণসহ বেশ কিছু মালামাল পুড়ে ছাই হয়।  তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়ননি। আগুনে নি:স্ব হয়েছে স্বপন,স্বদেশ, সুভাস, শ্যামল, শিবু, দীপু, রানা, তপন, মন্না, রিপু, ইমন, শংকর, সুব্রত, মিলন, সুবল, রুবেল, গণেশ, খোকন, রিশু, কৃষ্ণা, বাবলা এবং শাপলা। 

স্থানীয় বাসিন্দা জয় দাশ বলেন,  জেলে পাড়ায় ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে গেছে।” আগুনে প্রায় ৭০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।  পুড়ে যাওয়া এক ঘরের মালিক সুমন বলেন, আমাদের মাথা গুজার শেষ আশ্রয়স্থল পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে আমাদের রাত কাটাতে হবে।

এদিকে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে এবং পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে।এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় স্থানীয় প্রশাসন ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আফরোজা

×