ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ছাত্রদল নেতার হাত ও পায়ের রগ কর্তনের অভিযোগে বিএনপি’র দুই নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৯:৩২, ৯ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৩২, ৯ মার্চ ২০২৫

ছাত্রদল নেতার হাত ও পায়ের রগ কর্তনের অভিযোগে বিএনপি’র দুই নেতা বহিষ্কার

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি মো.আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কাটার অভিযোগে নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ন আহবায়ক শাহীন ফরাজী  দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  রবিবার (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য আজ বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক- সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক- শাহীন ফরাজী-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বহিষ্কৃত দুই বিএনপি নেতার বিরুদ্ধে পূর্ববিরোধকে কেন্দ্র করে ৮ মার্চ (শনিবার) রাত ৯ টায় নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে সালাম মৃধা ও শাহীন ফরাজীর নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে সাবেক ছাত্রদলের সভাপতি মো.আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কাটার অভিযোগে উঠে। 

গতকাল ছাত্রদল নেতার উপর হামলার ঘটনায়, বাকেরগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ বরিশাল পটুয়াখালী মহাসড়কে সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও ভিক্ষোব সমাবেশ করেছে। 

আফরোজা

×