
ছবি: প্রিতম মাহমুদ
নারায়ণগঞ্জ শহরে অবাধে চলাচলের দাবিতে সিটি করপোরেশনের সামনে অটোরিকশা জড়ো করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা।
রবিবার (৯ মার্চ) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় সড়কে এলোমেলোভাবে অটোরিকশা ফেলে যান চলাচল বন্ধ করে দেন চালকরা। তারা নগর ভবনের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
চালকরা মূল শহরে বাধাহীনভাবে অটোরিকশা চালানোর অনুমতি দাবি করেন। পাশাপাশি পুলিশ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে অটোরিকশা চালকদের জরিমানার প্রতিবাদ জানান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, "আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।"
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসাইন জানান, "আমরা তাদের সাথে কথা বলছি।"
এম.কে.