
কোরআনের আইন দিয়ে দেশ চললে বড় চোরদের হাত কাটা যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় কেশবপুর দক্ষিণ আকরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী কেশবপুর ইউনিয়ন শাখা আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ইসলাম পন্থীরা কারো চোখ রাঙানোকে ভয় করে না। মনে রাখতে হবে, তরুণরা এই নতুন বাংলাদেশ দিয়েছে। এই বাংলাদেশ হবে আগামীর ইসলামের বাংলাদেশ। আমাদের তরুণদের এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত ইসলামী আইন কায়েম হবে না। ইনশাল্লাহ। একমাত্র ইসলামী রাষ্ট্রই পারে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের এই সদস্য বলেন, কোরআনের কথা বললে আমার শত্রু বৃদ্ধি পাবে আর যদি কোরআনের কথা না বলি তাহলে আমার শত্রু বৃদ্ধি পাবে না। কাল কেয়ামতে এজন্য আল্লাহ আমাকে ধরবেন। সুতরাং এই কোরআনের আলোকে আমাদের কথা বলতে হবে। কোনোভাবেই কোরআনকে উপেক্ষা করা যাবে না।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আরো বলেন, আপনাদের জামায়াত করতে হবে না। কিন্তু আপনাদের বিবেকের কাছে আবেদন করে গেলাম। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআনওয়ালা যেখানে আমরা আছি সেখানে। কোরআন নাই যেখানে আমরা নেই সেখানে। আমার এই আবেদনটি প্রত্যেক মুসলিমদের প্রতি রইলো।
এ সময় তিনি উপস্থিত অসংখ্য মানুষদের নিয়ে আবেগঘন পরিবেশে মোনাজাত পরিচালনা করেন। কান্নাজড়িত কন্ঠে আল্লাহর দরবারে বাউফলবাসীর জন্য দোয়া কামনা করেন। বাউফলকে চাঁদাবাজ, ডাকাতি, সন্ত্রাসীসহ নানা অপকর্ম থেকে মুক্ত রাখতে ফরিয়াদ করেন।
কেশবপুর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল উপজেলা আমির মাওলানা মুহাম্মদ ইসাহাক মিয়া, উপজেলা নায়বে আমির মাওলানা রফিকুল ইসলাম, এ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ, বিশিষ্ট ব্যবসায়ি মুহাঃ আতিকুল ইসলাম নজরুল প্রমুখ।
আফরোজা