
ছবি: জনকণ্ঠ
কুমিল্লার তিতাসে সরকারি চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে জোরপূর্বক বসতঘর ও গেট নির্মাণের অভিযোগ উঠেছে মজিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে। এতে জনসাধারণের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুরে স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর দখল উচ্ছেদের জন্য অভিযোগ দায়ের করলে সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা সরেজমিন পরিদর্শন করেন। তিনি দখলদারদের সতর্ক করে বলেন, যদি তারা স্বেচ্ছায় রাস্তা দখলমুক্ত না করেন, তাহলে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের পশ্চিমপাড়ার কালীবাড়ি সংলগ্ন (কড়িকান্দি বাজার থেকে মজিদপুর বাজার রোডের উত্তর পাশে) বি.এস খতিয়ানের ১৭৩৪ দাগে অন্তর্ভুক্ত একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে এলাকাবাসী চলাচলের জন্য ব্যবহার করে আসছিলেন। তবে কয়েক বছর আগে থেকে স্থানীয় বাসিন্দা, মৃত আকরাম আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মোখলেছ, তার বড় ভাই জহিরুল ইসলাম জহিরসহ তাদের পরিবার প্রভাব খাটিয়ে ওই কাঁচা রাস্তা অবৈধভাবে দখল করে নেয়।
অভিযোগ রয়েছে, তারা স্থানীয়দের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের প্রভাব ব্যবহার করে জোরপূর্বক চলাচলের পথে চৌচালা ঘর ও টিনের বেড়াসহ গেট নির্মাণ করে। এছাড়া, রাস্তার দক্ষিণ প্রান্তে মাটি খনন করে গর্ত তৈরি করে চলাচলের অনুপযোগী করে ফেলে। ফলে দীর্ঘদিন ধরে প্রায় ৪০টি পরিবার চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে।
এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী উভয় সম্প্রদায়ের মানুষ মসজিদ, ঈদগাহ, কবরস্থান, শ্মশান, পূজার জন্য কালীবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ডাকঘরে যাতায়াত করতেন। রাস্তা দখল হয়ে যাওয়ায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সায়মা ইসলাম