ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

আগামী ৪৮ ঘন্টার মধ্যে চিহ্নিত ধর্ষকদের বিচার নিশ্চিতে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:০৩, ৯ মার্চ ২০২৫; আপডেট: ০৬:০৭, ৯ মার্চ ২০২৫

আগামী ৪৮ ঘন্টার মধ্যে চিহ্নিত ধর্ষকদের বিচার নিশ্চিতে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে কবি সুফিয়া কামাল হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’সহ নানা স্লোগান দেন।

মিছিলটি ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়লে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরাও এতে যোগ দেন। রাত ১টার দিকে বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা—কেউই ধর্ষকদের হাত থেকে নিরাপদ নয়। অনেক সময় ধর্ষকদের গ্রেপ্তার করা হলেও বিচার প্রক্রিয়া অস্বচ্ছ থেকে যায়, এবং তারা জামিনে মুক্তি পেয়ে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের কঠোর শাস্তি সংবিধানে উল্লেখ থাকলেও তা কার্যকর হতে দেখা যায় না। এ অবস্থা থেকে মুক্তির জন্য আইন সংশোধনসহ জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আরেক শিক্ষার্থী ধর্ষকের বিচারের দাবিতে বলেন, "আমরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইবুনাল গঠনের মাধ্যমে চিহ্নিত ধর্ষকদের বিচার নিশ্চিত করার দাবি জানাই। তা নাহলে আমরা এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ"।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বেগম রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ভিসি চত্বর ঘুরে আবার রোকেয়া হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সূত্র : https://www.facebook.com/share/v/15FL7Xbnv6/

আসিফ

×