ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

পীরগঞ্জে রেলের জমিতে ভবন নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও

প্রকাশিত: ০১:২৯, ৯ মার্চ ২০২৫

পীরগঞ্জে রেলের জমিতে ভবন নির্মাণ

উপজেলার স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে গড়ে তোলা হচ্ছে ভবন

পীরগঞ্জ উপজেলায় স্টেশন সংলগ্ন রেলওয়ের জমিতে অবৈধভাবে পাকাবাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে এক রেলওয়ের কর্মচারীর বিরুদ্ধে। রেলওয়ের নিয়ম কানুন না মেনেই স্থানীয় প্রভাব খাটিয়ে এক চতুর্থ শ্রেণির মহিলা রেলওয়ে কর্মচারী তার পাকাবাড়ির নির্মাণকাজ চলমান রেখেছেন।

জানা গেছে, রেলওয়ের আইডব্লিউএর পীরগঞ্জ উপজেলায় কর্মরত রেলখালাসী সামসুন নাহার ওরফে রজনী ও তার পারিবারের সদস্যরা রেলওয়ে স্টেশন সংলগ্ন ও রেলওয়ের প্রাচীর ঘেঁষে অবৈধভাবে পাকাবাড়ি নির্মাণ করছে। এ বিষয়ে এলাকাবাসী রেলওয়ের ও সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাকে মুঠোফোনে অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে শনিবার সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে।

এ নির্মাণকাজের সঙ্গে রেলওয়ের একাধিক কর্মকর্তা জড়িত বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। রেলওয়ের জমিতে অবৈধভাবে পাকা ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে রেলওয়ের জমি দখল করে আরও স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা বাড়বে বলে সুশীল সমাজ মনে করেন।

এ ব্যাপারে চতুর্থ শ্রেণির রেল কর্মচারী ও পাকাবাড়ি নির্মাণকারী সামসুন নিহার রজনী জানান, ওই জমিতে আমি বাণিজ্যিক লিজ নিয়ে পাকাবাড়ি নির্মাণ করছি। অপরদিকে রেলস্টেশন মাস্টার সুজন আলী জানান, রেলওয়ের জমিতে পাকাবাড়ি নির্মাণ করার বিষয়টি আমি ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষকে অবগত করেছি। বিষয়টি এলাকার সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

×