ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর 

প্রকাশিত: ২৩:৩৫, ৮ মার্চ ২০২৫

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। শনিবার সন্ধ্যায় মহানগরীর ডুয়েট গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬ টার দিকে এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের কারখানার প্রথম ইউনিটের টিনসেডে বয়লার সেকশনের চিমনির ওপরে স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের স্ফুলিঙ্গ পাশে মজুদ করে রাখা উচ্চ দাহ্য পদার্থ কোটেড পাউডার ও রংসহ বিভিন্ন কেমিক্যালের উপর পড়ে। এতে আগুন মুহুর্তেই ভয়াবহ আকার ধারণ করে পাশ্ববর্তী সেডগুলোতে ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়।

এসময় ধোঁয়ার বিশাল কুন্ডলী উড়তে দেখা যায়। আগুনের ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানার কর্মীরাসহ কারখানা সংলগ্ন আবাসিক ভবনগুলোর লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ভবন ছেড়ে বের হয়ে যায়। 

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌণে একঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

এ ঘটনায় কারখানার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চিমনির ওপরে স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্তের পর অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যাবে। 

শহীদ

সম্পর্কিত বিষয়:

×