
ছবিঃ দৈনিক জনকণ্ঠ
রমজান মাসে বিয়ের দাওয়াত! তাও আবার হিন্দু বাড়িতে। শুনে অনেকের চোখ কপালে ওঠার মতো। হ্যাঁ, সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করতে বাউফল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের একটি হিন্দু বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরের নাম দুর্জয় দাস। তিনি পেশায় একজন কম্পিউটার ট্রেনার। শখের বসে সাংবাদিকতাও করেন।দুর্জয় তার মুসলমান সহকর্মী ও ঘনিষ্ঠজনদের তার বিয়ের অনুষ্ঠানে ভোজন করাবেন এই উদ্দেশ্য নিয়েই দাওয়াত দিয়েছেন।
কিন্তু তার দাওয়াত দিনে ছিল না, ছিলো রাতে। তাদের রীতিনীতি অনুসরণ করে নয়, সম্পূর্ণ মুসলিম রীতি অনুসরণ করে মুসলমান বার্বুচি দিয়ে রান্নাবান্না করা হয়েছে। খাবার মেনু ছিল, খাশির মাংস, মুরগীর রোস্ট, মাছ, ডাল, ধদী ও মিষ্টি। সম্প্রীতির বন্ধন অটুট রাখতেই এ ভিন্ন আয়োজনটি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক উত্তম কুমার বলেন, হিন্দুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সাধারণত সকল ধর্মের মানুষকে নিমন্ত্রণ জানিয়ে এক সাথে বসিয়ে খাবার দেয়া হয়। কিন্তু দুর্জয় দাসের বৌভাত অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রম। এর আগে বাউফলে এ ধরনের মুসলমানদের জন্য তাদের ধর্মীয় রীতি মেনে কোন বিয়ের অনুষ্ঠান হয়নি।
বর দুর্জয় দাস বলেন, এটা আমি মনের দিক থেকেই করেছি। আমাদের মধ্যে বিয়ের অনুষ্ঠানে দেখেছি সকল ধর্মের মানুষকে এক সাথে দাওয়াত দেন। খাবার খেতে এসে অনেক মুসলমান ভাই-বোনেরা মাংস খান না। তাই আমি সেই বিষয়টি খেয়ালে নিয়ে মুসলিম রীতি অনুসরণ করেই বৌভাতের আয়োজন করেছি।
কামরুজ্জামান বাচ্চু/মুহাম্মদ ওমর ফারুক