
আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিম
লালমনিরহাটের হাতীবান্ধায় আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে মুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
শুক্রবার দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন-নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলার একটি তেল পাম্প এলাকায় সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা চালানো হয়। হামলায় অভিযুক্ত ছিলেন মুন ও তার ভাইয়েরা।
জানা যায়, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার শিকার হন। এ ঘটনায় তিনি গত ৩ মার্চ স্থানীয় থানায় মামলা করেন। ওই মামলার অন্যতম আসামি সির্ন্দুনা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খান। মামলার জের ধরে আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন খানের পুত্র যুবদল নেতা মাহফুজুর রহমান খান বিপ্লব ও মুনের নেতৃত্বে একদল ব্যক্তি সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা চালায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন খানের ছোট ছেলে মুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, "আমরা স্থানীয় থানাকে অপরাধীদের গ্রেপ্তারের জন্য সময় দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে জেলার সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে যাবে।"
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন-নবী বলেন, "সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে মুন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
সায়মা ইসলাম