
ছবি: সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, রাত ১২টার আগে সেহরী খেলে রোজা সহিহ হবে, তবে এটি সুন্নাহ পরিপন্থী।
ইসলামে সেহরীর সময় ফজরের আজানের আগে পর্যন্ত নির্ধারিত। রাত ১২টার আগে সেহরী খাওয়ায় কোনো সমস্যা নেই, তবে এটি সেহরীর মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সুন্নাহ অনুযায়ী নবী (সা.) দেরি করে সেহরী খেতে উৎসাহিত করেছেন, কারণ এতে বরকত রয়েছে।
সঠিক পদ্ধতি:
শায়খ আহমাদুল্লাহ বলেন, সেহরী ফজরের কাছাকাছি সময় খাওয়া উত্তম, তবে কেউ যদি রাত ১২টার আগে সেহরী খেয়ে নেয় এবং ফজর পর্যন্ত না খায়, তাহলে তার রোজা সহিহ হবে। তবে সুন্নাহর অনুসরণে শেষ রাতের দিকে সেহরী খাওয়া উত্তম।
কানন