
ছবি:সংগৃহীত
বাংলাদেশ ২০২৪ এর গণ অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের চিহ্নিত করা, তাদের হত্যা ও দমন-পীড়নের সুপারভিশন করার দায়িত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুসারে, কামালের নেতৃত্বে একটি কোর কমিটি কাজ করছিল, যার মূল দায়িত্ব ছিল আন্দোলন দমন করার পরিকল্পনা ও তা কার্যকর করা।
প্রতিবেদন অনুযায়ী, কোর কমিটির সদস্যরা প্রতিদিন সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে কামালের বাসায় বৈঠকে মিলিত হতেন। এই কমিটিতে ছিলেন ১১ জন সদস্য, যার মধ্যে ছিল আইজিপি আবদুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক হারুনর উর রশীদ, ডিজিএফ এর প্রধান মেজর জেনারেল হামিদুর হক, এনএসআই প্রধান মেজর জেনারেল হোসেন আল মোর্শেফ, এসবি প্রধান মনিরুল হাসান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মেজর জেনারেল জিয়াউল আহসান, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম. আমিনুল হক, এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
এছাড়া, জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ২০ জুলাই থেকে সেনাবাহিনীর একজন জেষ্ঠ্য জেনারেলও এই কমিটিতে যুক্ত হন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা নিয়মিতভাবে, কখনো সরাসরি ও কখনো টেলিফোনে, কমিটির কাজ তদারকি করতেন ও নির্দেশনা দিতেন।
তবে, গণ অভ্যুত্থানের পর, কামাল অবৈধভাবে সীমান্ত পার করে ভারত চলে যান এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন। কমিটির সদস্যদের মধ্যে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আছেন, তাকে ৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। অপরদিকে, র্যাবের সাবেক ডিজি মোহাম্মদ হারুনুর রশীদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
গত ১২ ই আগস্ট ডিজিএফাই এর প্রধান মেজর জেনারেল হামিদুর হককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এনএসআই প্রধান মেজর জেনারেল হোসেন আল মোরশেদকে ১৩ই আগস্ট অব্যাহতি দেওয়া হয়। তিনি কোথায় আছেন তার কোন তথ্য নেই। মনিরুল ইসলাম ৫ আগস্টের পর পরই লোকচক্ষুর আড়ালে চলে যান। মনিরুল এর অবস্থানের কাছে পুলিশের কোন তথ্য নেই। এদিকে কোর কমিটির সদস্য বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এখনো স্বপদে বহাল আছেন।
এনটিএমসি প্রধান জিয়াউল আহসান কে গত বছরের ১৬ ই আগস্ট গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ১২ ই আগস্ট আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিরুক হককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি।
আঁখি