ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

নড়াইলে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব সংবাদদাতা,নড়াইল

প্রকাশিত: ১১:৪৮, ৭ মার্চ ২০২৫

নড়াইলে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে দুইজন নিহত

নড়াইল ও গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী যোগানিয়া এলাকায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে এক বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে যোগানিয়া-চাপাইল সড়কের নড়াইল জেলার নড়াগাতিথানার যোগানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আল আমিন শেখ মোটর সাইকেলে করে যোগানিয়া থেকে চাপইল যাচ্ছিলেন। এসময় দক্ষিণ যোগানিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় বৃদ্ধা বিজয় লক্ষীকে চাপা দেয়। পরে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই বৃদ্ধা বিজয় লক্ষী ও মোটর সাইকেল চালক আল আমিন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, নডাইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের ফজলেল শেখের ছেলে আল আমিন শেখ (৩৫) ও একই এলাকার পঞ্চানন নন্দীর স্ত্রী বিজয় লক্ষী (৭৫)।

মুমু

×