ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

হেনস্তাকারীকে যারা উৎসাহ দিলেন, তাদের কাজের খেসারত দিতে হবে মুসলমানদের: ঢাবি শিবির সেক্রেটারি

প্রকাশিত: ০৪:৫২, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০৫:০৩, ৭ মার্চ ২০২৫

হেনস্তাকারীকে যারা উৎসাহ দিলেন, তাদের কাজের খেসারত দিতে হবে মুসলমানদের: ঢাবি শিবির সেক্রেটারি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন খান মন্তব্য করেছেন যে, যারা হ্যারাসারকে বীরের মর্যাদা দিয়ে উৎসাহিত করেছেন, তাদের কর্মের খেসারত এই অঞ্চলের মুসলমানদের দিতে হবে। তিনি বলেন, “একজন হ্যারাসারকে মুসলমানরাই যদি ইসলামের প্রতীক বানিয়ে ফেলে, তাহলে সেটা ইসলামের জন্যই অপমানজনক।”

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এসব মন্তব্য করেন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন। এ ছাড়া, মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

সূত্র : https://jamuna.tv/news/598219?fbclid=IwY2xjawI3A4lleHRuA2FlbQIxMQABHSye3eD7mXezPwShxF8V40tpNSoOtn5Py6jidTkPDw9Cw7gczxSwTB-jbQ_aem_TKvfN47uw_2nj1DGrevUiA 

আসিফ

×