ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ০০:৪৫, ৭ মার্চ ২০২৫

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

হাটহাজারীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৮ প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফন নাহার শারমিন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার সরকারহাট বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৮ প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। এদিকে, যানযট নিরসনে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় ভূমি অফিসের কর্মকর্তাসহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগীতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফন নাহার শারমিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শহীদ

×