ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মাইকে ঘোষণা দিয়ে ১০টি বিলের ৬ কোটি টাকার মাছ লুট!

প্রকাশিত: ২৩:৪৭, ৬ মার্চ ২০২৫

মাইকে ঘোষণা দিয়ে ১০টি বিলের ৬ কোটি টাকার মাছ লুট!

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার প্রায় দশটি বিল থেকে প্রকাশ্যে মাছ লুটের ঘটনা ঘটেছে। ইজারাদারদের অভিযোগ, পরিকল্পিতভাবে মাইকে ঘোষণা দিয়ে কয়েক হাজার মানুষ জাল, পলো ও নৌকা নিয়ে বিলে নেমে পড়ে এবং শত শত মেট্রিক টন মাছ ধরে নিয়ে যায়। তাদের দাবি, এ ঘটনায় অন্তত ৬ কোটি টাকার মাছ লুট হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দূর-দূরান্ত থেকে মানুষ এসে হাঁটু পানিতে নেমে মাছ ধরে নিয়ে যায়। এমনকি অনেকে নৌকা নিয়ে বিলে প্রবেশ করে মাছ সংগ্রহ করেছে। পরিস্থিতি এমন ছিল যে, 'যার যা সাধ্য, সে তত মাছ নিয়ে পালাও'—এমন এক অবস্থা তৈরি হয়।

ইজারাদারদের অভিযোগ, মাছ ধরার মৌসুমে তারা বছরের পর বছর মাছের পরিচর্যা করে, তারপর নির্ধারিত সময়ে আহরণ করেন। কিন্তু এবার রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে হাজার হাজার মানুষ একযোগে ঝাঁপিয়ে পড়ে মাছ লুট করেছে। তারা আরও জানান, মাছ লুটের আগে মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল, এরপর বিভিন্ন গ্রাম থেকে দলে দলে লোক এসে লুটপাটে অংশ নেয়।

এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং নীরব দর্শকের ভূমিকায় ছিল। এক ইজারাদার বলেন, "আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। মাছ লুটের পাশাপাশি প্রায় ৫০ লাখ টাকার বাঁশ ও বিলের অফিসের বিভিন্ন সরঞ্জামও নিয়ে যাওয়া হয়েছে।"

স্থানীয় সূত্র জানায়, শুধু একদিনেই ৫০ লাখ টাকার মাছ লুট হয়েছে। কয়েক দিনের ব্যবধানে বিল ও নদী থেকে শত কোটি টাকার মাছ লুট হয়ে গেছে। এ ঘটনায় ইজারাদাররা চরম ক্ষতির মুখে পড়েছেন এবং ভবিষ্যতে মাছ উৎপাদন কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন।

সুনামগঞ্জের ১০৩১টি জলমহাল থেকে প্রতিবছর প্রায় ৩০ হাজার মেট্রিক টন দেশি মাছ উৎপাদন হয়, যার বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকা। তবে এভাবে লুটপাট চলতে থাকলে আগামী বছর মাছ উৎপাদন ভয়াবহভাবে কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, "ঘটনাটি নজরে এসেছে। যেহেতু বিল ও ইজারার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জড়িত, তাই তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভিডিও দেখুন: https://youtu.be/rvoDjvhJZaQ?si=zUj1b4HFHZ76z9cX

এম.কে.

×