
ছবি: সংগৃহীত
আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তি।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর চারটা ছত্রিশ মিনিটে হঠাৎ করেই আগুন লাগে বস্তিতে। এতে নিঃস্ব হয়েছে অসংখ্য পরিবার।
এই বস্তিতে প্রায় দেড়শ পরিবারের বসবাস। হঠাৎ করেই এমন আগুন লাগার ঘটনায় কোন হতাহতির ঘটনা ঘটে নি। তবে নিঃস্ব হয়েছে পরিবারগুলো। সর্বস্ব হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন শেষমেষ কিছু অবশিষ্ট আছে কিনা।
অনেকেই আছেন যারা দীর্ঘ সময় ধরে এই বস্তিতে বাস করছেন। তিল তিল করে নিজের গড়ে তোলা সংসারকে চোখের সামনে পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। নিমিষেই যেন নিজের গড়া সংসার পুড়ে ছাই হয়ে গেল।
বস্তিতে থাকা একজন গৃহিণী সঙ্গে কথা বলে জানা যায়, সারা জীবনের তার সংসার সাজিয়েছিলেন প্রয়োজনীয় সবকিছু কিনে। টেলিভিশন ফ্রিজ খাট আলনা সহ সবকিছুই ছিল তার ঘরে। অথচ আগুন যেন সব কেড়ে নিল। সেই পোড়া জায়গা থেকে যা টিন ও লোহা বিক্রি করে পেয়েছেন মাত্র ২৮০০ টাকা। সারা জীবনে গড়া এই সংসারের মূল্য এখন মাত্র ২৮০০ টাকা।
এমন অসংখ্য অশ্রুসিক্ত গল্প এখন সেই বস্তির বাতাসে। পুরো এলাকা জুড়ে আর্তনাদ আর দীর্ঘশ্বাস।
শিলা ইসলাম