ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সরকারকে জুলাই হত্যাকাণ্ডের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান

প্রকাশিত: ২৩:২২, ৬ মার্চ ২০২৫; আপডেট: ২৩:২২, ৬ মার্চ ২০২৫

সরকারকে জুলাই হত্যাকাণ্ডের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ সুপারিশ করেন। বৈঠকে হেগের আদালতের সঙ্গে সহযোগিতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়।

টবি ক্যাডম্যান আইসিটির আইনি কাঠামো সংশোধন, মৃত্যুদণ্ড সংক্রান্ত নীতিমালা আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরামর্শ দেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, 'জাতিসংঘের তদন্তে প্রমাণিত হয়েছে যে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ। দোষীদের বিচারের আওতায় আনতে হবে।'

বৈঠকে সাক্ষীদের নিরাপত্তা, লুট হওয়া সম্পদ উদ্ধার এবং ন্যায়বিচার নিশ্চিতে আইসিটির ভূমিকা নিয়ে আলোচনা হয়।

আসিফ

×