ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর স্বরূপে ফেরানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:১৯, ৬ মার্চ ২০২৫

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর স্বরূপে ফেরানোর উদ্যোগ

ভরাট করা পুকুর স্বরূপে ফেরানোর চেষ্টা

রাজশাহীতে অবৈধভাবে ভরাট করা পুকুর খুঁড়ে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের ঘোষপাড়া মোড়ের প্রায় সাড়ে ৩ বিঘা আয়তনের একটি পুকুর কিছুদিন ধরে ধীরে ধীরে ভরাট করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকালে বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার ভরাট কার্যক্রম বন্ধ করেন এবং শ্রমিক নিয়োগ করে পুকুরটি উদ্ধার কার্যক্রম শুরু করেন।
পুকুরটি নগরের ঘোষপাড়া ফকিরপাড়া মহল্লায় অবস্থিত। এটি ‘জোড়া পুকুর’ নামে পরিচিত। এটি ব্যক্তি মালিকানাধীন হলেও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংরক্ষণের তালিকায় রয়েছে। তবে পুকুরের অংশীদারদের সঙ্গে চুক্তি করে হিকু নামের এক ঠিকাদার কিছুদিন ধরে এটি ভরাট করছিলেন।
বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে দেখা যায়, পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে ভরাট কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে ২১ জন শ্রমিক পুকুর থেকে মাটি অপসারণের কাজ করছেন। পুকুরের সামনে টাঙানো নোটিসে উল্লেখ করা হয়েছে, ‘এই পুকুর ভরাট করা নিষিদ্ধ। ময়লা/আবর্জনাসহ অন্য যে কোনো উপায়ে পুকুর ভরাট করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে সহকারী কমিশনার, বোয়ালিয়া, রাজশাহী।
নগরীর বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বলেন,‘স্থানীয় বাসিন্দারা আমাদের জানানোর পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতেও যদি পুকুর ভরাটের কোনো তথ্য পাই, তাহলে অবশ্যই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

×