ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ফ্লাইওভার নির্মাণ শুরু হওয়ায় দুর্ভোগ

গোবিন্দগঞ্জে তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ২১:১৮, ৬ মার্চ ২০২৫

গোবিন্দগঞ্জে তীব্র যানজট

ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার থানা মোড়ে যানজটে আটকে আছে গাড়ি

ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরে ফ্লাইওভারের কাজ শুরু হওয়ায় ব্যাপক যানজট শুরু হয়েছে। এর ফলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা-রংপুর মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। সম্প্রতি শহরের মধ্য দিয়ে চলে যাওয়া মহাসড়কের ওপরে ফ্লাইওভারের কাজ শুরু হওয়ায় মহাসড়কের  দুই পার্শ্বে  বেড়িকেড দিয়ে কাজ শুরুর পর থেকে শহরের থানা মোড়ের সৃষ্ট যানজট ছড়িয়ে পড়ছে পুরো শহর এলাকায়।

যানবাহনের অধিক চাপে যাত্রীবাহী, মালবাহীসহ বিভিন্ন ধরনের যানবাহনে আটকা থাকায় শহর থেকে বের হতে দীর্ঘ সময় লাগায় যাত্রী সাধারণের নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। স্থানীয়রা জানান, ঢাকা-রংপুর মহাসড়ক ও দিনাজপুর-ঢাকা ভায়া গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এলোপাতাড়িভাবে যানবাহনের চলাচল এবং সড়কের পাশেই রিক্সা ও অটোরিক্সা দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। আবার ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার বেশি যাত্রীবাহী কোচের কাউন্টার শহরের মধ্যে হওয়ায় কোচগুলো এসে ঢাকা রংপুর মহাসড়কের ওপর দাঁড় করানোর কারণেও যানজট সৃষ্টি হয়।

এদিকে মহাসড়কের দুপাশে টিনের বেড়া দিয়ে ফøাইওভারের কাজ শুরু করায় স্থানীয় ব্যবসায়ী ও চলাচলকারী যানবাহনের দুর্ভোগ আরও বেড়েছে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যানবাহন ঢাকা-রংপুর মহাসড়কের ঢোকার চেষ্টার সময় থানা মোড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়ক দুটিতে উত্তরের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সকল প্রকার যানবাহন রাজধানীসহ বিভিন্নস্থানে চলাচল করে।

এ ছাড়াও মধ্যপাড়া, বড়পুকুরিয়া কয়লা খনি এবং হিলি, বুড়িমারী, সোনাহাট, বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্যবাহী বিভিন্ন যানবহন গোবিন্দগঞ্জ শহর হয়ে যাতায়াত করে। কিন্তু শহর এলাকায় মহাসড়কের পাশে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিক্সা, রিক্সা এলোপাতাড়িভাবে দাঁড় করে রাখায় যানজটে দূরপাল্লা ও জরুরি প্রয়োজনে গাড়িসহ সব যানবাহন দীর্ঘসময় আটকা পড়ে থাকে। যানজটের কারণে যাত্রীসাধারণের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে তেমনি যানবাহনের জ্বালানি তেলের প্রচুর অপচয় হচ্ছে।
পথচারী ও ব্যবসায়ীদের অভিযোগ, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা মহাসড়কের পাশে দাঁড় করে যাত্রী ওঠা-নামা এবং মহাসড়কেই স্ট্যান্ড বানিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করায় এ সব স্থানে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। ফলে শহর এলাকায় যানজট বাড়তে থাকে। এ ছাড়াও গত এক সপ্তাহ ধরে শহরের দক্ষিণ অংশে হিমাগরে রাখার জন্য আলু নিয়ে আসা ভ্যানের কারণেও  প্রচ- যানজট হচ্ছে। দীর্ঘদিন যাবৎ শহর এলাকায় সড়ক সংস্কার না হওয়ায় ধীরগতির যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হচ্ছে। 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, মহাসড়কের কাজ চলমান রয়েছে। এ কারণে শহরে মাঝে মধ্যে অল্প সময়ের জন্য  যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনসহ  যানবাহন চলাচলের গতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ দিনে এবং হাইওয়ে পুলিশ রাতে কাজ করছে। ১৫ রমজানের পর থেকে গোবিন্দগঞ্জে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ এসে কাজ শুরু করবে। তখন  যানজট নিরসনসহ এ ব্যাপারে আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে।

×