ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মাথাবিহীন অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ২১:০১, ৬ মার্চ ২০২৫; আপডেট: ২১:০৮, ৬ মার্চ ২০২৫

মাথাবিহীন অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত

ছবি; সংগৃহীত

লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে লালমনিরহাট জেলা পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক সাংবাদিকদের নিকট বিষয়টি নিশ্চিত করেছেন। ওই নারীর নাম হাসিনা বেগম, তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। 

অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক জানান, অজ্ঞাত ওই নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধারের পর গতকাল থেকেই পরিচয় শনাক্ত ও হত্যার মুল রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে পুলিশ জানতে পারে ওই নারীর নাম হাসিনা বেগম। তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ ওই গৃহবধূর স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক উদ্ধার করে। তবে স্বামী আশরাফুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

এসময় আশরাফুলের বাড়ি থেকে হত্যাকান্ডের শিকার গৃহবধূ হাসিনা বেগমের ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়।।হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, লালমনিরহাটে বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করে জেলা পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওইদিন থেকে মাঠে কাজ করে ২৪ ঘন্টা পর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে লালমনিরহাট জেলা পুলিশ।

ইমরান

×