
জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্ষেতলাল উপজেলার মুন্দাইল মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার হেরাকুলা চৌধুরীপাড়ার আজিজার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) ও একই গ্রামের মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিশ্চিন্তার দিকে মুখ করে মুন্দাইল মোড়ে একটি ট্রাকে আলু লোড দেওয়ার হচ্ছে, সে সময় নিশ্চিন্তা থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলে দুইজন আরোহী ইটাখোলা যাওয়ার সময় তখন দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের সাথে ধাক্কা দেয়, তখন দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। সে সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আরেকজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জনকণ্ঠকে বলেন, ইফতারের কিছুক্ষণ আগে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।
নুসরাত