ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশিত: ২০:২৪, ৬ মার্চ ২০২৫; আপডেট: ২০:২৫, ৬ মার্চ ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলার তাহিরপুর এলাকায় সীমান্ত পথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের একটি চালান জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। 

 


বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও বিওপি জঙ্গলবাড়ি নামক স্থান থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি।  

 


আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শার্ট, প্যান্ট, ব্লেজার ও পাঞ্জাবীর কাপড় এবং বিভিন্ন রকমের কসমেটিক্স সামগ্রী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

 


সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ‘চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’  
 

শুভ

×