
ছবি: ইফতার মাহফিল
টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌর বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৬মার্চ) সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তব্য দেন, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল ইসলাম সোহেল, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন, পৌর ছাত্র দলের আহবায়ক মো: খোকন মিয়া, যুগ্ম আহবায়ক সুপান্থ আল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক জিল্লুর রহমান, পৌর মহিলা দলের আহবায়ক রাবেয়া জিলানী, মহিলা দলের নেত্রী নূরজাহান বেগম,৭ নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক বন্যা আক্তার প্রমূখ।
পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজানে ধনবাড়ী পৌর এলাকার প্রত্যেক ওয়ার্ডে বিএনপি’র পক্ষ থেকে ইফতার মাহফিল পালন উপলক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় তিনি আগামী দিনে মধুপুর-ধনবাড়ী টাঙ্গাইল-১ আসনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন কে এমপি নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সকল নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় ধনবাড়ী পৌর বিএনপি’র সকল ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও সাংবাদিক কবীর হোসেন প্রমূখ।
শিলা ইসলাম