
ছবিঃ সংগৃহীত।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাধীন বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের ছামেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত ছামেলা বেগম হাজীপুর দেওনা পাড়া গ্রামের সামছুল হকের স্ত্রী।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২ টার দিকে নিজ বসতবাড়ির পাশে অবস্থিত গরুর গোয়াল ঘরের কাঠের রুয়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছামেলা বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন ।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ মাহবুবুর রহমান রানা/মুহাম্মদ ওমর ফারুক