ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ফেববুকে পোস্ট দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, শ্রীপুর, গাজীপুর।

প্রকাশিত: ১৮:৪৭, ৬ মার্চ ২০২৫

ফেববুকে পোস্ট দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ছবি: সংগৃহীত।

“সাধের জীবন নষ্ট করলাম, শুধু তোর জন্য, তুই ভালো থাক, দোয়া করি আল্লাহ তোরে অনেক ভালো রাখুক। হয়তো আর কোনোদিন প্রোফাইল চেঞ্জ করব না। ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ পিক।”

বুধবার (০৫ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে স্ত্রীর উদ্দেশ্যে স্ট্যাটাস দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন সৌরভ হাসান দিপু (২২)।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামে নিজ ঘরে সৌরভ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।সে মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের শাহীন মিয়ার ছেলে। স্বজনেরা বেলা ১১টার দিকে নিজ ঘরের আঁড়ার সাথে গলায় কাপড়ে পেঁচানো অবস্থায় তার মরদেহ নামান।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সৌরভ তার ফেসবুকে গলায় ফাঁস দেওয়ার ছবি পোস্ট করে লিখেন, “তুমি আমার মৃত্যুর সেই লাস্ট ৭ মিনিট, যা মৃত্যুর পরও মস্তিষ্কে থেকে যাবে। সত্যি কথা কি জানো? আমি তোমাকে বাস্তবে না পেলাম? আমি তোমাকে অনুভবে ভালোবাসব সারা জীবন প্রিয়। আল্লাহ হাফেজ।”

চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাসমত উল্লাহ জানান, একই গ্রামের জাহাঙ্গীরের মেয়ে তারিন আক্তারের সাথে কলেজ ছাত্র সৌরভের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা দু’জনে বিয়ে করেন। মেয়ের পরিবারের লোকজন তাদের বিয়ে মেন নেয়নি। পরে মেয়ের পরিবার আইনগত প্রক্রিয়ায় সৌরভের স্ত্রীকে তার কাছ থেকে নিয়ে যায়। এরপর থেকে সৌরভ তার স্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় তার ফেসবুকে স্ট্যাটাস দিতেন।

সৌরভের স্বজনেরা জানায়, সৌরভ কলেজে ভর্তি হলেও নিয়মিত কলেজে যেতেন না, বাড়িতেই থাকতেন।তাকে কেউ কিছুই বলতো না। সে কেন এই ঘটনা ঘটিয়েছে, বুঝতে পারছি না।

প্রতিবেশী পাভেল বলেন, সৌরভের ফেসবুক এরকম পোস্ট দেখে লোকজন তার বাড়িতে বিষয়টি জানায়। তার ভাই সিফাত দৌড়ে গিয়ে সৌরভের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। বাহির থেকে ডাকাডাকি করেও সাড়া শব্দ না পেয়ে পাশের টিনশেড ঘর থেকে দেখতে পান সৌরভ ঘরের আঁড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার মরদেহ নামিয়ে রাখেন স্বজনেরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নুসরাত

×