ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বগুড়ার শেরপুরে

মাইকে ঘোষণা দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ১৩

মাহফুজ মন্ডল, শেরপুর, বগুড়া

প্রকাশিত: ১৮:৩৯, ৬ মার্চ ২০২৫

মাইকে ঘোষণা দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ১৩

রামেডাঙ্গা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

বগুড়ার শেরপুরে রামেডাঙ্গা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামে এ সংঘর্ষ হয়। মাছ চাষি আবু সুফিয়ানের দাবি, তারা ১০ একর জমিতে প্রায় ১০ লাখ টাকার মাছ চাষ করেছিলেন। কিন্তু আশপাশের ১০টি গ্রামের মানুষ মাইকিং করে বিলকে খাস সম্পত্তি দাবি করে সেখানে মাছ ধরতে নামে। এতে বাধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।

এ ঘটনায় বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শেরপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সায়মা ইসলাম

×